
শাহ জামালঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বাসীর করোনার নমুনা পরিক্ষার জন্য( ২৩ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা (কোভিড-১৯)নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুনিম লিংকন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুলিয়েট পারভিন স্নিগ্ধা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার এবং সাংবাদিকবৃন্দ। এসময় জীবননগর উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত হাত ধোয়ার জন্য একটি বেসিনও উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে জীবননগর উপজেলার সকল কে করোনার নমুনা সংগ্রহ বুথে এসে নমুনা প্রদান করার আহবান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাগণ।