জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি নামধারী যাকাত সর্দার সালাম(৫১) ও পলাতক আসামি রনি মিয়া (২৫) গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় জীবননগর থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।জানা গেছে,সালাম ডাকাত জীবননগর উপজেলা মনোহরপুর গ্রামের নিমাই মৃধার ছেলে এবং অন্যজন রনি মিয়া সন্তোষপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, আমি সঙ্গীয় অফিসার সাব-ইন্সপেক্টর হাসান ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুখ্যাত সালাম ডাকাত নিজ এলাকায় অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে মনোহরপুর গ্রামে সোমবার সকালে কৌশলে অভিযান পরিচালনা করি। অত্যন্ত কৌশলে আমরা সালাম ডাকাতকে গ্রেফতার করি।
এ সালাম ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। কিন্তু আমাদের কৌশলের কাছে তার সে প্রচেষ্টা ব্যর্থ হয়।তার বিরুদ্ধে তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় প্রায় এক ডজন ডাকাতি মামলা রয়েছে। অভিযান পরিচালনা কালে পুলিশ যৌতুক মামলার পলাতক আসামি রনি মিয়াকেও গ্রেফতার করা হয়।