
আহসানুর রহমান শাহজানঃ
জীবননগর উপজেলা কাশিপুর কে ডি কে ইউনিয়নের কাশিপুর দক্ষিণপাড়া আব্দুল আলিম (৫৩) তার ছোট ছেলে সোহেল (২১) বাড়ি থেকে তার আলমসাধু (নছিমন গাড়ি ) নিয়ে গেছে দুর্বৃত্তরা।গতকাল (১৫ জুন) মধ্যরাতে তার বাড়িতে দুটি গাড়ি প্রতিদিনের মতো একই জায়গায় রাখে এবং ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে দেখে তার আলমসাধু ( নছিমন গাড়ি)টি আর নাই কে বা কারা আলমসাধু ( নছিমন গাড়ি)নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পরেও তারা আলমসাধু খুঁজে পওয়া যায়নি। তারা জীবননগর থানায় একটি জিডি দায়ের করেছ।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন