
তাহসানুর রহমান শাহজানঃ
জীবননগর উপজেলা কাশিপুর ভৈরব নদীর পানিতে ডুবে মোছাঃ মাসুমা আক্তার (১৩) নামে চতুর্থ শ্রেণীর ছাত্রী আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার(৩১মে) দুপুর সাড়ে তিন ঘটিকায় কাশিপুর কে ডি কে ইউনিয়নের কাশিপুর চৌধুরীপাড়ার এই ঘটনা ঘটে। মৃত কিশোরির পিতা মোঃ মাসুম বলেন,প্রতিদিনেরর মতো গোসল করতে যায় মসুমা আক্তার ও তার সঙ্গী সাঁতার কাটতে কাটতে গভীর পানিতে গেলে দম ফুরিয়ে পানির নিচে ডুবতে থাকলে,এক ব্যক্তি ঘটনাটি দেখে এবং ঝাঁপিয়ে পড়ে। যথাক্রমে একজনকে উদ্ধার করলেও গভীরতার জন্য মাসুমা আক্তারকে উদ্ধার করতে পারেনি। দীর্ঘ ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর লাশটি উদ্ধার করে,উথলি ইউনিয়নের সেনেরহুদা গ্রামের দুই জেলে মোঃ জাহাঙ্গীর এবং মোঃ মামুন মিয়া নামের দুই ব্যক্তি পানিতে ডুব দিয়ে নিচ থেকে কষ্টসাধ্য করে লাশটি উঠায়। রাত ১০ ঘটিকায় কাশিপুর কবরস্থানে দাফন সম্পন্ন করে।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। কাশীপুরের গ্রামবাসী এবং ভৈরব নদীর অপরদিকে কুলতলা গ্রামবাসী জানায় ভৈরব নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মেয়েটি পানি থেকে উঠতে পারেনি।