
চুয়াডাঙ্গার জীবননগর থানার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮ পিচ ফেন্সিডিলসহ পৌর এলাকার মাদক ব্যবসায়ী তসলিম(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি গতকাল বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৫টার দিকে পৌরসভা এলাকার হাসপাতাল পাড়ায় ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তসলিমকে আটক করে পুলিশ। জানা যায়,জীবননগর পৌর এলাকার হাসপাতাল পাড়ার মো. ফজলুর ছেলে তসলিম উদ্দিন।
দীর্ঘদিন ধরে গোপনে চলছিলো রমরমা মাদক ব্যবসা।জীবননগর থানা ওসি মোঃ আব্দুল খালেকের দিকনির্দেশনায় এএস আই ইনামুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় আসামির নিজ বাসস্থন থেকে ১৬৮ ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়।
তদন্ত ওসি স্বপন কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জীবননগর পৌরসভা হাসপাতাল পাড়া তসলিম উদ্দিনের বসত বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।