তাহসানুর রহঃ শাহজামাল :
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেন (৩০) এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) ভোরে জীবননগর উপজেলার শিয়ালমারী নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বকুল হোসেন জীবননগর উপজেলা উথলী ইউনিয়নের শিয়ালমারি গ্রামের তুরাপ আলীর ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শখের বসে বকুল হোসেন দীর্ঘদিন নিজ বাড়িতে কবুতর পালন করে।
কিন্তু প্রায়ই রাতে বনবিড়াল এসে তার পোষা কবুতর খেয়ে ফেলতো। নিজের পোষা কবুতর বাঁচাতে তিনি তৈরী করেন বনবিড়াল ধরার ফাঁদ। গতকাল রোববার রাতে কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে একটি বিশেষ ফাঁদ তৈরি করে তা পেতে রাখেন বকুল হোসেন।
নিহতের বাবা তুরাপ আলী জানান, আজ ভোরে বনবিড়াল আসার শব্দ পায় বকুল। পরে দ্রুত বনবিড়াল মারতে যায় সে। এসময় নিজের তৈরি বনবিড়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয় বকুল।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।