
ঝালকাঠির রাজাপুরে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় নতুন আরো ৩০ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরে’র চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” হিসাবে গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমি ও গৃহহীন এসব মানুষের মাঝে উপহারের ঘর হস্তান্তরের শুভ উদ্ধোধন করেন।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে রাজাপুর উপজেলায় ৩০ টি পরিবারকে ২ শতক জমি সহ নবনির্মিত সেমি পাকা ঘরের চাবি তুলে দেয়া হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতী,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা, কমিশনার ভূমি অনুজা মন্ডল সহ সরকারি কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এ উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) মোট ৪২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়।