
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন জায়গায় আযিমুদ্দিন মোড়, খগেনঘাট, কুকুরিয়া, ভূতের মোড়, কাঁঠালবাড়ি বাজার, দপ্তিয়র ইত্যাদি স্থানে মোবাইল কোর্ট অভিযানটি পরিচালিত হয়। এ সময়ে কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৬.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। বাস্তবায়নে ছিলো উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল পাশা, টাঙ্গাইলের র্যাব-১২ ডিএডি নাজিমুদ্দিন, নাগরপুর থানার এ.এস.আই আনিসুজ্জাম, আফজাল হোসেন প্রমূখ।
মোবাইলকোর্ট পরিচালনায় প্রায় ৪৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা এবং জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে এনে বিনষ্ট করা হয়।
মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান বহাল থাকবে।