টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় নিয়োগে স্থগিত চেয়ে ১২ কাউন্সিলরের আবেদন

পৌরসভার কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় অর্থবাণিজ্যের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন পৌরসভার ১২ কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে তারা জেলা প্রশাসকের কাছে নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে এক আবেদনে এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে জানা যায়, প্রয়োজন না থাকা সত্বেও মেয়র পৌরসভায় একজন সহকারী লাইসেন্স পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেন। বিষয়টি পৌর পরিষদের কোনো কাউন্সিলর অবহিত নন। মেয়র অর্থবাণিজ্যের লোভে তার নিকট আত্বীয় মো. রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে নিয়োগ দিতে সকল প্রকার প্রক্রিয়া চালিয়ে আসছেন।

আবেদনে কাউন্সিলরগণ আরো উল্লেখ করেন, করোনা সংক্রমণের কারণে বর্তমানে পৌরসভার রাজস্ব আয় কমে গেছে। নতুন জনবল নিয়োগ করলে আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। তাছাড়া মেয়র নিয়োগ প্রক্রিয়ার কোন বিষয়ে পৌর পরিষদ ও কাউন্সিলরবৃন্দকে অবগত করেন নাই এবং করোনা সংক্রমনের কারনে পৌর পরিষদের আনুষ্ঠানিক কোন সভাও করেন নাই। এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে মেয়র শহিদুজ্জামান খান বলেন, সরকারি বিধিবিধান মেনেই নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনার কোন প্রয়োজন নেই।

উল্লেখ্য যে, আগামী ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ২৬...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x