জানা যায়, শুক্রবার গভীর রাতে ভূয়াপুর থেকে নির্মান কাজে ব্যবহৃত বালু বোঝাই করে ঢাকা মেট্রো- ট ১৩-৫১৫৭ ট্রাকটি দেলদুয়ারের দিকে আসার পথে সেহড়াতৈল বেইলী সেতুটির শেষ প্রান্তে আসলে সেতু ধসে ট্রাক খাদে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি বলে উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে সেতুটি ধসে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঝুকি নিয়ে অতিরিক্ত টাকায় নৌকায় পারাপার হতে হচ্ছে। ভোগান্তি লাঘবে দ্রæত সেতুটি সংস্কার করে পারাপার উপযোগী করার দাবি জানিয়েছেন পথচারীরা।
এ ব্যপারে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, আগামি ৭২ ঘন্টার মধ্যে সেতুটি পূনঃস্থাপনের মাধ্যমে সড়ক যোগাযোগ সাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, রাতে সেতু ভেঙে ট্রাক পানিতে পরার ঘটনায় কেউ হতাহত হয়নি। তাদের পরিচয়ও পাওয়া যায়নি।