
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারীভাবে সাপ কামড়ের ভেকসিন সরবরাহসহ চিকিৎসার দাবী এলাকাবাসীর। উপজেলা_স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরকারীভাবে সাপ কামরের ভেকসিন সরবরাহ করা আবশ্যক। এখন বর্ষা কাল।ঘনঘন বৃষ্টি হচ্ছে।সকল প্রকার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।সাপ ঝাঁড় জঙ্গল ছেড়ে বাসা বাড়ীতে ঢোকার চেস্টা করছে।এনিয়ে অনেকেই অাতংকের মধ্যে থাকছে দিন রাত।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে সাপ কামরের ভেকসিন না পাওয়ায় রোগিদের ও রোগির লোকজনকে চরম বেকায়দায় পরতে হয়।রোগির লোকজন সাপ কামড়ের রোগিকে নিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে হয়।সেখান থেকে জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভেকসিনের জন্য দৌড়ঝাঁপ শুরু করতে হয়।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপ কামড়ের ভেকসিন(চিকিৎসা) সরকারীভাবে সরবরাহ করার উদ্যোগ গ্রহন করবেন এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।