
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
১৭ আগস্ট মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে গত ৪ দিন ধরে উপবৃত্তির যাচাইয়ের জন্য ছাত্রীদের কলেজে ডেকে এনে শ্রেণীকক্ষে ফরম ফিলাপ করানোর বিষয়ে অভিযোগ পেয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্স সহ গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে মান । বিষয়টি তিনি উদঘাটন করেন যে,অধ্যক্ষ করোনা প্রাদুর্ভাবের এই সময়ে ছাত্রীদের তাদের অভিভাবক সহ কলেজে আসতে বাধ্য করেছেন, ফলে সেখানে ভীড় হয়ে , স্বাস্থ্য বিধি লংঘন ও সরকারি নির্দেশনা না, মেনে ছাত্রীদের শ্রেণি কক্ষে বসিয়েছেন। অধ্যক্ষ তার ভুল স্বীকার করে নিলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে এ ধরণের কাজ না , করে সে বিষয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন কে জানিয়ে দেওয়া হয়।