
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের অভিযানে ১৪০ পিচ ইয়াবা সহ সাইফুল ইসলাম ওরফে সফল (৪৫) নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উক্ত এলাকার মৃত-অনি মোহাম্মদ এর ছেলে। ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদে অবহিত হয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের একটি চৌকষ টিম ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে বালিয়ডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পাড়ুয়া গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে।
এ সময় ১৪০ পিচ ইয়াবা সহ সাইফুল নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন