বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ জনগণের সরকার বলে যে দাবি করে, আজকে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তার প্রমাণ আমরা দেখেছি, গতকাল (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে। এমন একটি ভোট হয়েছে, যেখানে মানুষ ভোট দিতে যায় নাই।
মঙ্গলবার (১৮ জুলাই) এক দফা দাবি আদায়ে পদযাত্রার কর্মসূচি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করব। আর তখনই সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
এছাড়া ড. মঈন খান বলেন, সরকার বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, প্রশাসন ধ্বংস করেছে। সবকিছু ধ্বংস করে লুটপাট করে খাচ্ছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে রাজপথে মুক্ত করে আনব।
292
Shares
শেয়ার করুন
শেয়ার করুন