
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দেন তিনি। পরে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তিনি দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকে ভোট দিয়েছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিএনপিসহ বিভিন্ন পক্ষের উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ইভিএম হচ্ছে ভোট দেওয়ার ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতিতে ভোট চুরি করা যায় না বলেই বিএনপির এত উদ্বেগ। এ সময় তিনি সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন