
শাহজামালঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য হত্যদরিদ্র মানুষের ভালোবাসার পাত্র পুলিশ সুপারের নির্দেশে দর্শনা থানাকে মাদক মুক্ত করার উপলক্ষে চালিয়ে যাচ্ছে প্রতিটি মাদক স্পটে দিন রাত ভোর অভিনব কায়দায় মাদক বিরোধী অভিযান, তারি ফলে, গতকাল ২১ জুলাই ২০২০, সন্ধ্যা ৭ টার সময়, ১ কেজি গাঁজ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দর্শনা থানার ওসি তদন্ত শেখ মাহাবুব রহমানের নেতৃত্বে, এ এস আই আব্দুল কুদ্দস,এ এস আই শাহিন আলম, সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে দর্শনা থানাধীন মেমনগর বি ডি মাধ্যমিক এর সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন পুলিশ । এসময় সুজন (২২) ও শ্রী রাজন মিত্র (২৫) দুই জনের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা।
জানাগেছ,দর্শনা থানা আকন্দবাড়িয়া গ্রামের, মৃত ঠান্ডু শেখ এর ছেলে সুজন (২২) ও পাংশা থানার নাদুরিয়া গ্রামের মৃত কেষ্ট, মিত্র ছেলে শ্রী রাজন মিত্র (২৫) দুই জনে মিলে মাদক পাচার করার পুলিশের হাতে আটক হয়। আটক কৃতদের বিরুদ্ধে মাদক আইনে আদালতে মমলা রুজু করা হয়েছে।
দর্শনা থানা মাদক মুক্তর উদ্দেশে ওসি মাহাবুব রহমানের নেতৃত্বে অভিনব কায়দায় ১ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই জন।