
দুর্নীতির মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, দুর্নীতি দমন কমিশন আইনে দোষী সাব্যস্ত দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারদন্ডের পাশাপাশি ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া অন্য আইনে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতিত ছিলেন। রায় ঘোষণা শেষে দেওয়ান নাজিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এ মামলাটি করেন। পরে ঘটনার তদন্ত করে ২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।