
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়লো। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। এতে করে এখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা।
আগামীকাল রোববার (১৬ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৪৪৪ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৪৯৫ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৮০ হাজার ৫৪০ টাকা টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার ২৫১ টাকা।
এদিকে, অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা।