
ধামরাইয়ে ইসমাইল হোসেন (২৩) এক এনজিও কর্মীকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া-গাঁওতারা ব্রিজের উপরে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দপুরে পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের মৃত, আব্দুল আলিমের ছেলে ইসমাইল হোসেন। তিনি একজন এনজিওকর্মী।
প্রতিদিনের ন্যায় ইসমাইল হোসেন সন্ধিমানব উন্নয়ন সংস্থার লোনের অর্থ কালেকশনে বায়সাইকেলযোগে যায়।
উপজেলার বালিয়া-গাঁওতারা ব্রিজে পৌঁছাতে একদল অস্ত্রধারি দুর্বৃত্তরা ইসমাইলের গতিরোধ করে, কালেকশনের টাকা ছিনতাই করার চেষ্টা করেন। ইসমাইল হোসেন বাঁধা দিলে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এক পর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় রাজিব হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক রাজিব হোসেন আমরাইল গ্রামের মৃত, আব্দুস সালামের ছেলে।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।