
বদলগাছীতে রাস্তার পাশে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৩/৪ দিন বয়সের একটি জীবিত নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর/জামালগঞ্জ রাস্তার চাঁপাডাল (পাইকর তলী) নামকস্থান থেকে উক্ত নবজাতকটিকে উদ্ধার করা হয়।
ইউপি সদস্য আঃ সালাম বলেন, শুক্রবার রাত ৮টায় পথের ধারে একটি শিশুর কান্না শুনতে পান পথচারি সাবানা এবং ঝরনা। কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখেন ব্যাগের ভিতরে একটি শিশু। সঙ্গে সঙ্গে ওই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ৩/৪ দিন হবে।
পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর দুধমাতার সন্ধান করি। পরবর্তীতে পাহাড়পুর ফাঁড়ির পাশে পুলিশের মাধ্যমে মুনিরুজ্জামান মুন্নার স্ত্রীর মোছাঃ রাবেয়া আক্তার রিপার জিম্মায় শিশুটিকে দেয়া হয়।
বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাবেয়া আক্তার রিপার জিম্মায় রাখা হয়েছে।