পিএসসিতে ৪১তম বিসিএস নন-ক্যাডারের শূন্য পদের তালিকা

৪১তম বিসিএসের নন-ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেই তালিকা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসি মন্ত্রণালয়ের পাঠানো তালিকাটি যাচাই-বাছাই করছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। পিএসসি সূত্রে জানা যায়, ‘মন্ত্রণালয়ের তালিকা এসেছে। সেটা যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগির পদগুলো চূড়ান্ত করা হবে। প্রতিটি পদের নিয়োগবিধি আলাদা। তাই এগুলো প্রার্থীদের যোগ্যতার সঙ্গে যায় কি না, এ ছাড়া কোনো সমস্যা হবে কি না—এসব দেখছি। সব দেখে শিগগিরই পদ চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীদের পছন্দের পদ বাছাই করার সময় দেওয়া হবে। এরপর তা বিশ্লেষণ করে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।’

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, পিএসসি শূন্য পদের তালিকা চেয়ে চিঠি দিয়েছিল। তালিকা চূড়ান্ত করে সেটি পিএসসিতে পাঠানো হয়েছে। সেখানে সাড়ে তিন হাজারের কিছু বেশি পদের তালিকা রয়েছে। পিএসসি যাচাই করে তালিকা চূড়ান্ত করবে।

তবে পিএসসি কর্মকর্তারা বলছেন, শূন্য পদ কত হবে, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় ঠিক করে। এক্ষেত্রে পিএসসির কিছুই করার থাকে না। পিএসসি চাইলেই বেশি পদে নিয়োগে সুপারিশ করতে পারে না। জনপ্রশাসন যতগুলো পদের তালিকা দেবে, পিএসসি সেগুলোতে যাচাই-বাছাই করে প্রার্থীকে সুপারিশ করবে, এটাই নিয়ম।

২০২১ সালের ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ২১ হাজার ৫৬ প্রার্থী উত্তীর্ণ হন। একই বছরের ২৯ নভেম্বর লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ১০ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী।

২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে চলতি ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরের ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যা অতীতের যেকোনো বিসিএস পরীক্ষার বিচারে দীর্ঘতম সময়।

২৯৮ আসনে মনোনয়ন: বাদ পড়লেন অনেক এমপি, নতুনদের প্রাধান্য

ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। দুইটি আসনের প্রার্থী পদও ঘোষণা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x