
দরপতন ঠেকাতে ফের সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এ বিষয়ে আদেশ দিয়েছে সংস্থাটি। আগামী রোববার (৩১ জুলাই) থেকে এ নিয়ম কার্যকর হবে।
শেয়ারদরে ফ্লোর প্রাইস হলো এমন একটি বাজারদর যার নিচে তালিকাভুক্ত কোনো শেয়ার বা অন্য কোনো সিকিউরিটিজ (যেমন- বন্ড বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি) কেনাবেচা হতে পারবে না। লাগাতার দরপতন ঠেকাতে এ নিয়ে শেয়ারদরে দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করল বিএসইসি।
প্রথমবার ২০২০ সালের ১৮ মার্চে ফ্লোর প্রাইস আরোপ করেছিল এ সংস্থা। প্রথম দফায় ‘সাময়িক’ সময়ের জন্য ফ্লোর প্রাইস আরোপ করা হলেও তা প্রত্যাহারে এক বছরের বেশি সময় নিয়েছিল সংস্থাটি। মোট দুই দফায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছিল।
প্রথমে ২০২১ সালের ১১ এপ্রিল ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয়া এবং দ্বিতীয় দফায় একই বছরের ১৭ জুন বাকি সব শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি।
682
Shares
শেয়ার করুন
শেয়ার করুন