
মানুষের উন্নয়নে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে পারস্পরিক আরো ভাল সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৭ সেপ্টেম্বর) গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বিদায়ী সাক্ষা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রেস সচিব ইহসানুল করিম এবং ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার। পরে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।এসময় প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস সৌজন্য সাক্ষাত করেছেন।
হাই কমিশনার কোভিড-১৯ মহামারী, রোহিঙ্গা সংকট ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান। হাই কমিশনারও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদি ও রিভা গাঙ্গুলীকে ধন্যবাদ জানিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাই কমিশনারকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ও বাংলাদেশের এতিহ্যবাহী জামদানি শাড়ি উপহার দেন।