
আবু জাফর সিকদার:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা আজ ।উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খানের সভাপতিত্বে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী ইউনিয়ন নির্বাচন ও কমিটি গঠন নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান বলেন যে কোন মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আগামী দিনে গনতন্ত্র পূনরাউদ্বার আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি অগ্রনী ভূমিকা পালন করবে, দেশনায়ক তারেক রহমানের ডাকে যে কোন আন্দোলন সংগ্রামে বাকেরগঞ্জে উপজেলা বিএনপি সামনের কাতারে থাকবে,
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহবান জানান,উপজেলার প্রতিটি ইউনিয়ন এমন কি ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থী দেয়া হবে বলে বলেন, আবুল হোসেন খান নেতাকর্মীদের এই ভোটার বিহীন ফ্যাসিবাদী সরকারের অবৈধ সকল কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান,তিনি আরো বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে ত্যাগী,নিবেদিত, নির্যাতিত নেতাদের নিয়ে ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে।
উক্ত বর্ধিত সভায় উপস্থিতি ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার,উপজেলা বিএনপির উপদেষ্টা শওকত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুন জোমাদ্দার, নাসির হাওলাদার, মশিউর রহমান মাসুদ,কামরুজ্জামান নান্নু, সাজ্জাদ মোল্লা,ভিপি দুলাল,মজিবর মোল্লা, শাহীন তালুকদার সহ আরো অনেক সিনিয়র নেতৃবিন্দ।