ইরাকের রাজধানী বাগদাদের ইবনে খাতিব হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৬ জন। খবর রয়টার্সস্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) রাতে হাসপাতালটিতে থাকা অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে এই আগুনের ঘটনা ঘটে। কাছাকাছি থাকা অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালটিতে থাকা অন্য রোগীদেরও দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় জনগণ।
স্থানীয় সংবাদমাধ্যম দেশটির সিভিল ডিফেন্স ইউনিট প্রধানের বরাত দিয়ে জানায়, আইসিইউ ওয়ার্ড থেকে এই আগুনের সূত্রপাত। রই মধ্যে হাসপাতালে থাকা ১২০ রোগীর মধ্যে ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি আগুনের ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
0
Shares