বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি বহনের জন্য আওয়ামী লীগের তীব্র সমালোচনা

রাজধানীতে আজকের গণ-মিছিলের কর্মসূচিতে বিএনপি নেতাদের রিকশায় বহন করা বড় বাঁশের লাঠি সরবরাহ করার ছবি দিয়ে আওয়ামী লীগ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এত বড় বড় লাঠি বহনের পিছনে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে তাদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে।

ফটোতে দেখা গেছে, কর্মসূচির আগে মিছিলে লাঠি বোঝাই রিকশা আনা হয়েছে এবং কিছু মিছিলকারীকে ভিড়ের মধ্যে এই লাঠিগুলি সরবরাহ করতে দেখা গেছে।

গত ২৮শে জুলাই বিএনপির তথাকথিত অবস্থান কর্মসূচিতে যে সহিংসতার সূত্রপাত হয়েছিল তা উল্লেখ করে আ.লীগ বলেছে, বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে তাদের আগের কর্মসূচিতে বাঁশের লাঠি ও দেশী অস্ত্র নিয়ে এসেছিল বলে জানা গেছে।

ওই বিক্ষোভের সময় নেতাকর্মীদের জাতীয় পতাকায় মোড়ানো লাঠিসোঁটা দেখা গেছে। কিন্তু আজ দলের নেতার আগ্রাসন আরও খারাপের দিকে নতুন মোড় নিয়েছে বলে পোস্টে বলা হয়েছে। পোস্টে আরো বলা হয়েছে, আজকের সমাবেশের আগে, সভাস্থলে রিকশাগুলিতে বড় কাঠের লাঠি বোঝাই করে রাখার দৃশ্য দেখা গেছে যা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দলটির অসৎ উদ্দেশ্য প্রকাশ করে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে এসব লাঠি বিতরণ করা হয়।

অনুষ্ঠানস্থল থেকে তোলা এই ছবিগুলো বিএনপির পক্ষ থেকে সহিংসতার অভিপ্রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে যা শান্তিপূর্ণ প্রতিবাদে দলের অঙ্গীকারের পরিপন্থী। বাসস

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x