বিএম ডিপো পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল

স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে রাসায়নিক বিস্ফোরণে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আজ শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের দল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, মেডিকেলের কিডনি বিশেষজ্ঞ এনামুল হক শামীম, ডিএনসিসি ডেডিকেডেট কোভিড হাসপাতালের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, ইভালুয়েটর ডা. ফাবলিনা নওশিন, আইএইচআর এর ডাটা ম্যানেজার রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ডাস্ট্রিয়াল সেফটি এন্ড হেলথ ডিপার্টমেন্টের কেমিস্ট মো. জিয়াউল হক, ডেপুটি চিফ কেমিস্ট হুমায়ন কবির।

 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক ডা. মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএম ডিপোতে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে। রোগ নিয়ন্ত্রণ শাখায় আমরা রেডিয়েশন হেজার্ট ও কেমিক্যাল হেজার্ড বিষয়ে কাজ করি। রাসায়নিক বিস্ফোরণে কোন ধরণের স্বাস্থ্য ঝুঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বলেও জানান তিনি।

 

ডা. মো. নাজমুল ইসলাম আরো জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ঝুঁকিতে পড়া রোগীরা কীভাবে চিকিৎসা নিচ্ছে তাও পরিদর্শন করতে যাব। পরবর্তীতে এ ধরনের ঘটনায় যেন স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় সে বিষয়ে আমরা কাজ করব।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ২৬...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x