
বিয়ের আনন্দ মুহূর্তেই শোকের আবহে বদলে গেল। বন্ধুরই ছোড়া গুলিতে মৃত্যু হল আর এক বন্ধুর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রের।
ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন মণীশ মদেশিয়া নামে এক যুবক। তার গাড়িকে ঘিরে দাঁড়িয়েছিলেন বরযাত্রীরা। বিয়ের মুহূর্ত উদযাপন করার জন্য হাতে দেশি বন্দুক তুলে নেন মণীশ। তার পর শূন্যে গুলি ছোড়েন। সবাই যেখন বিয়ের আনন্দে মেতে, মণীশের গুলি ছোড়ার পর পরই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেল।
আচমকা এমন ঘটনায় সেখানে থতমত অবস্থা তৈরি হয়। কী ভাবে হল বুঝতেই পারছিলেন না উপস্থিত বরযাত্রীরা। পরে দেখা যায় গুলিবিদ্ধ হয়েছেন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবুলাল যাদব। তিনি মণীশের বন্ধু। যে বন্দুক দিয়ে শূন্যে গুলি ছুড়েছিলেন মণীশ। সেই বন্দুকটি বাবুলালের। মৃতের পরিবার মণীশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তার পরই গ্রেপ্তার করা হয় মণীশকে। সূত্র: আনন্দবাজার