
এ সময়ের ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী তামান্না । ২০২১ সালে অভিনেত্রী তার কর্মজীবন শুরু করেছিলেন। সুদক্ষ অভিনয় দিয়ে তিনি অনুগামীদের মনে নিজের জায়গা করে রেখেছেন।
তিনি মডেলিং ছাড়াও জি সিরিজে বেশ কিছু নাটকে অভিনয় করে সকল অনুগামীদের মোহিত করেছেন। এরই মধ্যে শেষ করেছেন জি সিরিজের বেশ কিছু নাটক ।

পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ায় পরিবারের সব ধরনের সহযোগিতা পেয়েছেন। ছোটবেলার স্বপ্ন ছিল অভিনয় করবেন। স্বপ্ন পূরণের জন্য অভিনয়ে আসা। অভিনয়ে বরাবরই সিনিয়র শিল্পীদের সহযোগিতা পাচ্ছেন। জুনিয়র বলে কেউ অবহেলা করেনি।
বড় পর্দায় কাজ করতে চান জানিয়ে তামান্না বলেন, আমি স্বপ্ন দেখি চলচ্চিত্রে অভিনয়ের। ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রে আমার পছন্দের নায়িকা শাবনূর, তাকে দেখেই অভিনয়ের প্রতি ইচ্ছা জাগে।
753
Shares
শেয়ার করুন
শেয়ার করুন