এমপি মমতাজের ঐচ্ছিক অনুদান পেল ৪৩ অসহায় পরিবার

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক অনুদানের ২ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা হলরুমে ৪৩ জন অসুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের লোকদের মাঝে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সব শ্রেণীপেশার লোকজনের কথা চিন্তা করে বয়স্কভাতা,মাতৃত্বকালিন ভাতা,বিধবা ভাতাসহ সবধরনের আর্থিক সুবিধার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ দেশ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ইউপি চেয়ারম্যান) গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল রব, উপকার ভোগী তিশা আক্তর।

এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালেহা জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহরুবা পান্না,সহকারী কমিশনার(ভূমি)তাপসি রাবেয়া, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ কালাম হোসেন, মোসলেম উদ্দিন,জাহিদ খানসহ উপজেলা কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

বোকাইনগরের প্রাচীন ঐতিহ্য

এক সময় কেল্লা বোকাইনগর ও কেল্লা তাজপুর বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম দুইটি প্রধান স্থান ছিল। ধনে, জনে, ঐশ্বর্যে, সভ্যতায় এই...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x