
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা করার প্রতিবাদে মাদারীপুরে রোববার বিকেলে শহরের ইটেরপুল থেকে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয়।
ঈমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে মুফতি জামাল উদ্দিন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্ডিবর্দি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাজট্রি এর সভাপতি হাফিজুর রহমান চাচ্চু খান।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা জাহিদুল আলম খান, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হেসেন অনিক, পৌরসভা জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমিন, চরমুগুরিয়া বড় জামে মসজিদের ঈমাম মাওলানা আবুল হাসান প্রমুখ।