
তাহসানুর রহমান শাহ জামাল:
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ট্যাংরামারি নবগঙ্গা খালপাড়া মাঠে থাকা হত দরিদ্র কৃষক জহিরুল ইসলামের একখন্ড জমির ধানকেটে দিলেন তারা। পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে ধান কাটায় অংশগ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, কলিউল্লাহ, কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানসহ সদর থানার অর্ধশত পুলিশ সদস্যরা।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন