মাংকিপক্স নিয়ে সরকার সতর্ক : মন্ত্রিপরিষদসচিব

করোনার পর মাংকিপক্স নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী। এমন পরিস্থিতিতে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মাংকিপক্স নিয়ে সরকার সতর্ক রয়েছে। আজ শনিবার হবিগঞ্জে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নবিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

 

জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে হবিগঞ্জের বাহুবলের দ্য প্যালেস রিসোর্টে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মোহাম্মদ সামছুল আরেফিন। বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রাহাত আনোয়ার, ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সমন্বয়ক মাউরিজিয়ান চিয়েন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান। কর্মশালায় জেলা প্রশাসন, উপজেলা প্রশানের কর্মকর্তারা ছাড়ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কভিড মোকাবেলায় সরকার যে দক্ষতা প্রদর্শন করেছে- তার জন্য আজ বাংলাদেশ সারা বিশ্বে রুল মডেল। মাংকিপক্স নিয়েও সরকার সতর্ক রয়েছে। দেশের গৃহহীনদের ঘর দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্রসীমার নিচে লোকজনের জন্য আরো ঘর বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই

৫৫ মিলিয়ন দিরহাম ব্যয়ে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে তিনতলা বিশিষ্ট এই মসজিদ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x