
করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী প্রায় ২ বছর পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনায় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেয়া হলেও মাঙ্কিপক্স ইস্যুতে এবার সেপথে হাঁটছে না বাংলাদেশ।
পৃথিবীর যেকোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশের দ্বার খোলাই থাকবে। তবে প্রত্যেককে যেতে হবে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র জানায়, মাঙ্কিপক্স যখন প্রথম শনাক্ত হয় তখন পশ্চিম আফ্রিকা এবং মধ্য আফ্রিকার বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দেয়ার চিন্তাভাবনা করেছিল বেবিচক।
এবিষয়ে নিয়মিত স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ রাখে তারা। তবে অল্প কয়েকদিনের মধ্যেই মাঙ্কিপক্স ছড়িয়ে পড়তে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে। তখন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসে বেবিচক।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, ‘বর্তমানে আমরা কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চাইছি না।
আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে অন্যান্য দেশগুলোও এসব পর্যবেক্ষণ করে। অন্য দেশের যাত্রীরাও বাংলাদেশে আসতে অনীহা দেখাতে পারেন।
পরিস্থিতি আইসোলেটেড হয়ে যেতে পারে। তাই আমরা নিষেধাজ্ঞা দিচ্ছি না, তবে প্রত্যেকের উপর নজরদারি চলবে।’