
যে বয়সে কোন বালাই নাই, সে বয়সের ছেলেদের বড় আয়োজন করে হাতে পুরস্কার আর মাথায় পাগড়ি এমন পরিবেশ উপস্থিত সকলকে পুলকিত করেছে। শুধু তাই নয়, মনমুগ্ধকর পরিবেশে ক্রমান্বয়ে আট কোরআনে হাফেজ’র দস্তারবন্দীতে বিমোহিত হয় অনুষ্ঠানস্থল। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে তাঁদের চোখ-মুখ ছিল আনন্দের ঝিলিক। এ দৃষ্টিনন্দন আবহটি তৈরী হয় ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট সংলগ্ন দারুল উলূম ইন্টারন্যাশনাল বালক- বালিকা মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে।
(১৬মার্চ ২০২৩) বৃহস্পতিবার রাতে উলূম ইন্টারন্যাশনাল বালক- বালিকা মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহ্াজ মোঃ মতিউর রহমান (মতিন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ান ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ আবু সাদেক ভূইঁয়া ।
উলূম ইন্টারন্যাশনাল বালক- বালিকা মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী ( মুহতামিম ওশাইখুল হাদিস, জামিয়া ইসলামীয়া আরাবিয়া,বলিয়াপুর সাভার, ঢাকা।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী মনজুরুল ইসলাম, জে,এম, মুহিববুল্লাহ্ মুহিব,মাওঃ মোহা: ইয়াকুব আলী আনছারী।
বিশেষ আকর্ষণ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা ক্কারী শায়েখ ইরশাদুল্লাহ্।
উলূম ইন্টারন্যাশনাল বালক- বালিকা মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন, হাফেজ মাও: মুফতী রবিউল করিম ফরিদী ( ইমাম ও খতিব, অত্র মসজিদ এবং মুহতামিম, অত্র মাদরাসা), আলহাজ্ব মোঃ রুবেল মাষ্টার ( সভাপতি অত্র মসজিদ )।
আট হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়েদেন আল্লামা মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী ( মুহতামিম ওশাইখুল হাদিস, জামিয়া ইসলামীয়া আরাবিয়া,বলিয়াপুর সাভার, ঢাকা )।