মানবতার ফেরিওয়ালা আরেকনাম রায়হান জামিল ভূইয়া

প্রবাসী ডেস্কঃ

বর্তমান যুগটা বড়ই যান্ত্রিক। এ যুগে মানুষ বড় আত্মকেন্দ্রিক। সবাই নিজের জগৎ নিয়ে ব্যস্ত হওয়ায় অন্যকিছু নিয়ে ভাবার সময় নেই। মানুষ যেন ভুলে গেছে মান্নাদের সেই বিখ্যাত গান -মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। সৃষ্টির মাঝেই ষ্রষ্টা বিরাজমান।

সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালবাসলেই স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব। স্বার্থপর পৃথিবীতে নিজের স্বার্থ ছেড়ে অপরের জন্য কিছু করা এমন মানুষ পাওয়া ভার। এমন কঠিন ব্যস্তবতায়ও কিছু মানুষ থাকে যাঁদের জন্যই বোধকরি আমরা এগিয়ে যাবার উৎসাহ পাই সামনে চলার আলো দেখতে পাই। তেমনি একজন মানুষ বাংলাদেশর সুনামধন্য সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রায়হান জামিল ভূইয়া
কিছু না লিখলে যেমন সাদা কাগজের মূল্য থাকে না, ঠিক তেমনি ব্যক্তির জীবনে মনুষ্যত্ব বা গুন প্রকাশ না হলে তার প্রকৃত মানুষত্ব প্ররকাশ পায় না।এআর রায়হান জামিল ভূইয়া , যার হৃদয় কাদে মানুষের জন্য , চেহারা, ব্যক্তিত্ব অতুলনীয়। হৃদয়টা হচ্ছে শিশুতুল্য সহজসরল, স্নেহ-ভালোববাসায় পূর্ণ। স্বার্থ ছাড়া অতি পরিশ্রমী, অসহায়কে সাহায্য দানই হচ্ছে তাঁর কাজ । আর যদি চেহারার কথা বলি, তাহলে বলবো হাজারো লোকের মাঝেও আমি তাঁর মিল পাইনি । সাধারন পোশাক-সত্যিকার অর্থে তিনি একজন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী। তিনি একজন প্রকৃত সুখী মানুষ। তিনি কেন সুখী তা জানানোর জন্যই এই লেখা রায়হান জামিল ভূইয়া দীর্ঘ ১৮ বছর সূদুর ডেমরা থেকে দেশের মাটিও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।রায়হান জামিল ভূইয়া পরিবারের খরচ মেটানোর পর আয়ের বাড়তি অংশ নিয়ে প্রতিবন্ধী, অনাথ,দরিদ্র মানুষের পাশে দাড়ান।রায়হান জামিল ভূইয়া আগে থেকেই ইচ্ছা ছিল সমাজের জন্য বা দেশের উপকারের জন্য কিছু একটা করতে । তাঁর সামনে যখন প্রতিবন্ধী, অনাথ, হতদরিদ্র কিছু মানুষ সাহায্যের জন্য তাঁর সামনে কেঁদে উঠলো-তখনই তিনি মনোস্থির করলেন এদের জন্য কষ্ট হলেও কাজ করবেন। আর সেইদিন থেকেই শুরু করলেন এক নতুন ভালবাসি দেশ, ভালবাসি জনতা, তাই সকলে মিলে করি একতা এই শ্লোগান কে বুকে ধারন করে কাজ শুরু করেন ২০১৪ সালে তিনি সুসংগঠিত করেন একটি সংগঠন তারুন্যের জয়ো ডাক যুব উন্নয়ন ফাউন্ডেশন ডেমরা শাখা দিয়ে অত্যন্ত সুনামের সাথে সংগঠনটি কাজ করে গেছেন ডেমরাতে বাংলাদেশ যে কোন দূর্যগ মুহু্তে এান দেয়া ও বর্না কবলি কয়ক শত মানুকে সহযোগিতা করেছেন,

স্কুল কলেজে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ অসহায় মেধাবীদের শিক্ষা ব্যাবস্থার সুযোগ করেদেয়া নিয়ে সকল সামাজিক কাজ সংগঠনটি করে যাচ্ছেন নিরলসভাবে ।এখন বাংলাদেশ করনা ভাইরাসের প্রাদুরভাবে রায়হান জামিল ভূইয়ার ভূমিকা অপরিসীম পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে প্রবাসের মাটিতে গিয়েও তিনি প্রবাসীদের কে ইফতার করিয়েছেন নিজ অর্থে। তিনি বলেন সকলের দোয়াও ভালোবাসা সিক্ত হতে চান তিনি।এবং দেশের মানুষের ভালোবাসা থাকলে আরো এগিয়ে যেতে পারবো।সবাই এই বৈরিক আবহাওয়া ও করোনা ভাইরাস থেকে আল্লাহর কাছে পানা চাই সবাই ঘরে থাকুন সচেতনতা ও সুস্থ থাকুন।
অনাথ প্রতিবন্ধী হত দরিদ্রদের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি অদম্য ভাবে কাজ করে যাচ্ছেন । আর দিনের কর্মকান্ডের শেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন চোখের জল দিয়ে । তাঁর একটাই বিশ্বাস ছিল যে সৃৃষ্টিকর্তা সব জানেন, তিনি কাউকে নিরাশ করেন না । আর এই প্রত্যয় নিয়ে কাজ করে চলছেন তিনি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ২৬...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x