কাতার বিশ্বকাপ বদলে দিয়েছে অনেক কিছুই। আর্জেন্টিনা ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে। মেসি-ম্যারাডোনার দেশকে নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা হয়, তা জেনেছে বিশ্ববাসী। আর্জেন্টিনার সাংবাদিকরা এসেছেন বাংলাদেশ ভ্রমণে। এর ধারাবাহিকতায় আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত তৈরি হয়ে গেছে। সেই আর্জেন্টিনার কাবাডি দল এখন ঢাকায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথমবারের মতো তারা বাংলাদেশে এসেছে।
আজ শনিবার পল্টনে কাবাডি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। মজার ব্যাপার হলো, খেলোয়াড়দের অনেকের গায়েই ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। কাবাডি খেলোয়াড়েরা কেন ফুটবল দলের জার্সি পরবেন? কৌতুহল মেটালেন আর্জেন্টিনার প্রধান কোচ রিকার্দো আকুনা। অনুশীলনের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনায় ফুটবল তুমুল জনপ্রিয়। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়নও, তাই ফুটবলের জার্সি পরেই অনুশীলন করেছে অনেকে।’
আর্জেন্টিনা দলকে দেখতে অনেক দর্শক ভিড় করছে মাঠে। এমন ভালোবাসায় পেয়ে আপ্লুত আর্জেন্টিনা কোচ বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। যারাই আমাদের সঙ্গে দেখা করতে আসছে, তাদের ভালোভাবে নিচ্ছি। অভিবাদনের জবাব দিচ্ছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আর্জেন্টিনাও ভালোবাসে। আজই প্রথম অনুশীলনে নামলাম। এখানে অনেক গরম। আর্দ্রতাও অনেক। তবে সমস্যা দেখছি না। আর্জেন্টিনাতেও এখন গ্রীষ্মকাল। অনুশীলনে আমাদের একজন ব্যথা পেয়েছে। তবে বাকি ১১ জন সুস্থ আছে।’