২৭১ জন যাত্রী নিয়ে একটি বাণিজ্যিক ফ্লাইট যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিতে যাওয়ার পথে মাঝ আকাশেই বিমানটির পাইলট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিমানের সূত্রের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ফ্লাইট চলাকালীন পাইলট বাথরুমে ঢলে পড়লে রোববার রাতে জরুরিভাবে বিমানটি পানামায় অবতরণ করা হয়।
ইভান আন্দাউর (৫৬) নামের ওই পাইলট চিলির সান্তিয়াগোগামী লাটাম এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন। রাত ১১টার দিকে তিনি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। ঘটনার পর তার দুই সহ পাইলট বাধ্য হয়ে পানামা সিটির টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। ক্যাপ্টেন ইভান আন্দাউর ফ্লোরিডা থেকে সান্টিয়াগো যাওয়ার সময় প্রায় তিন ঘণ্টা ধরে অসুস্থ বোধ করেন।
পরে একজন নার্স এবং বিমানে থাকা দুই চিকিৎসক তাকে বাঁচাতে ছুটে আসেন। ওই নার্স সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের কাছে ভালভাবে চিকিৎসা করার মতো প্রয়োজনীয় বা পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।’ সামাজিক মাধ্যমে নার্সটি ইসাদোরা নামে পরিচিত।
একজন যাত্রী বলেন, এক সহ-পাইলট টেকঅফের প্রায় ৪০ মিনিট পর বিমানে কোনো ডাক্তার আছে কিনা জানতে চেয়েছিলেন। তারা আমাদের বলেছিল পাইলট অসুস্থবোধ করায় আমরা অবতরণ করতে যাচ্ছি। নামার পরেও পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আমাদের বিমানটি খালি করতে বলা হয়েছিল। যাত্রীদের জন্য পানামা সিটিতে হোটেল বুক করা হয়েছিল এবং মঙ্গলবার ফ্লাইট আবার শুরু হয়।
এয়ারলাইন জানিয়েছে, ‘ফ্লাইট চলাকালীন জীবন বাঁচানোর সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়েছে। দুর্ভাগ্যবশত, অবতরণ এবং চিকিৎসা সহায়তা পাওয়ার পরেও আমরা পাইলটকে বাঁচাতে পারিনি। ফ্লাইটটি পানামা সিটির টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ত্রিশ মিনিট সময় নেয়। বিমান অবতরণের পর পাইলট আন্দাউরকে মৃত ঘোষণা করা হয়।