
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ডাক বাংলো মোড় রোডস্থ দলীয় প্রধান কার্যালয়ে সামনে থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সদস্য ফাতিনাজ ফিরোজ।
এ সময় সহ স্থানীয় আ.লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
702
Shares
শেয়ার করুন
শেয়ার করুন