রাজাপুর উপজেলার বড়কৈবর্ত্তখালী দরিয়াবাদ হাওলাদার বাড়িতে বাল্য বিবাহ অপরাধে বরের মাকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞবিচারক সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল
২১ মে সরেজমিনে বিকেলে বরের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাস কারাদন্ডাদেশ প্রদান করেন।
এ সময় ঐ ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ সুমন সরেজমিনে উপস্হিত ছিলেন।সাক্ষ্য প্রমানে বিজ্ঞআদালত আনোয়ারা বেগম(৭০) নামে গৃহকর্তীকে এ দন্ড প্রদান করেন।তাৎক্ষনিক নগদ ১০ হাজার টাকা পরিশোধ করলে বিজ্ঞ আদালত তাকে মুক্তি দান করেন।
উল্লেখ্য- বরকনে প্রেমলিলায় যৌথ ভাবে বিজ্ঞ নোটারী পাবলিক এর মাধ্যমে সম্প্রতি বাল্যবিবাহ সংঘটিত হয়।বরের বয়স পূর্ন না হওয়ায় বিজ্ঞআদালত গোপন সংবাদের ভিত্তিতে সাক্ষ্য প্রমানে বরের মা অপরাধী সাব্যস্হ্য হওয়ায় তাকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস দন্ডাদেশ প্রদান করেন।
সঠিক সময় ব্যবস্থা নেওয়ার জন্য রাজাপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজ রাজাপুর উপজেলা প্রশাসনকে ও সঠিক তথ্য প্রদানকারী দেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।