পৃথিবী সফরে বের হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তারই ধারাবাহিকতায় রোববার (৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পৌঁছাবে এটি। এরপর পদ্মা সেতুসহ ট্রফি ঘুরবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা শপিংমল।
বাংলাদেশে তিন দিন থাকবে বিশ্বকাপ ট্রফি। রোববার রাতে ঢাকায় আসার পরদিন এটি যাবে পদ্মা সেতুতে। গত বছরের ২৫ জুন উদ্বোধিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ফটোসেশনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সোমবার বিকাল ৩টা। পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনের জন্যই। পরদিন অর্থাৎ মঙ্গলবার ট্রফি নিয়ে যাওয়া হবে শেরে বাংলা স্টেডিয়ামে। সেখানে ট্রফি দেখতে পারবেন জাতীয় পুরুষ দল ও নারী দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
এছাড়াও মিরপুরে ট্রফি দেখার সুযোগ পাবেন ক্রিকেট অফিশিয়ালস, সংগঠক ও মিডিয়ার কর্মীরা। বাংলাদেশ সফরের তৃতীয় দিন সাধারণ ক্রিকেটপ্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ। দর্শকরা ট্রফি দেখার জন্য পাবেন লম্বা একটা সময়।
বসুন্ধরা শপিংমলে সকাল ১১টা থেকে সবার জন্য ট্রফি প্রদর্শন করে রাখা হবে। শুধু এবারই না, এর আগেও শপিংমলে ট্রফি প্রদর্শন করেছে বিসিবি। এ সম্পর্কে কয়েকদিন আগে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, ‘শপিংমলে ট্রফি দেখানোর পরিকল্পনা আছে আমাদের। এর আগেও এমন করা হয়েছিল। এটাকে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ সময় সাধারণ মানুষ দেখতে পারে।’