
দুর্গৎসবে পূজা মন্ডপ গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় প্রশাসন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, সাভারে এবার ১৭৫টি পূজা মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শারদীয় ঊৎসবকে কেন্দ্র করে কেউ নিরাপত্তা বিঘœ করার চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।মতবিনিময় সভায় সাভার উপজেলা নির্বাহী অফসিার (ইউএনও) শামীম আরা নীপা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা বিষয়ে আলোচনা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।