নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল এন্ড কলেজে শ্রেণীকক্ষে বেয়াদবি করার অভিযোগে ১২ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুল মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ১১টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বসে ছিল।
এ সময় হঠাৎ ধর্মীয় শিক্ষক আব্দুর রউফ এসে টেবিল ভাঙ্গার অভিযোগে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ১২ শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক মারধর করে। এ ঘটনায় ১০ম শ্রেণীর ছাত্র রাব্বি, ৯ম শ্রেণীর নাঈম, ৮ম শ্রেণীর নাহিদসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছে।
অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফ বলেন, ৭ম শ্রেণীর ছাত্রদের রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ওই ছাত্রদের শাসন করেছি মাত্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।