
মিজানুর রহমান সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি :
সিংগাইরে এক বছরের শিশু সন্তান হত্যার অভিযোগে বাবাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিহত শিশুর মা হোসনে আরা বেগম। নিহত শিশুটির নাম মীম। হোসনেআরা সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের আল আমীনের স্ত্রী। গত ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সিংগাইর উপজেলার চান্দহর নদীর পাড় হতে হাত পা বিহীন ওই শিশু সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরে গত ৪ নভেম্বর স্ত্রী হোসনেআরা কে মারধর করে ওই শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে উধাও হয় আল আমিন। খোঁজাখুজি করে না পাওয়াতে পরে হোসনে আরা থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় চান্দহরের বার্তা গ্রামের কালিগঙ্গা নদীর পাড় হতে ওই শিশুটির হাত পা বিহীন লাশ উদ্ধার করা হয়।
নিহত মীমের মামা লোকমান জানান, তার বোন হোসনেআরা কে বোন জামাই আল আমীন পারিবারিক কলহের জেরে প্রায়ই বেধরক মারধর করত। ধারণা করা হচ্ছে আল আমিনই মীমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীর পাড়ে ফেলে দেয়।
সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধ্যার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।