
মানিকগঞ্জের সিংগাইরের পৌর রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ সংস্কার না করাতে পৌরবাসির ভোগান্তির যেন শেষ হচ্ছিলনা । তবে আবু নঈম মোঃ বাশার নতুন মেয়র হওয়াতে পৌরবাসি যেন অনেকটা স্বস্তিবোধ করছেন ।
একের পর একটা অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছেন তিনি । তবে এবার পৌরবাসির নজর কেড়েছে সিংগাইর বাজার বাসষ্ট্যান্ড হতে বাজার, উপজেলা ভবনের পূর্বে কলেজ রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কাজ অব্যাহত রাখাতে । এতে করে পৌরবাসির জীবন হবে অনেকটা উন্নত ।
মেয়র আবু নঈম মোঃ বাশার বলেন, এ সরকার জনগণের ভাগ্য বদলানোর সরকার। ইচ্ছা আছে আমৃত্যু পৌরবাসির খেদমতে নিজেকে উৎস্বর্গ করার । করেও যাচ্ছি তাই । তবে বিল্ডিং ও দোকান ভেঙ্গে ড্রেনেজ সংস্কার করাতে সময় একটু বেশিই লাগছে ।
তবুও একটু দেরিতে হলেও আমার এলাকাবাসি তাদের জীবনমান উন্নতিতে আমি আছি থাকবো সারা জীবন ইনশাহ্ আল্লাহ ।