
আলফা ইয়োগা সোসাইটির আয়োজনে গাইবান্ধা জেলা ও উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে সাঘাটা উপজেলার হলদিয়া, সাঘাটা, জুমারবাড়ী, ও ঘুড়িদহ ইউনিয়নের ১হাজার বন্যা দূর্গত পরিবারদের মাঝে খাদ্য সহায়তা হিসাবে সাঘাটা ইউনিয়ন পরিষদ ও জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সচিব ও এন ছিদ্দিকা খানম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা সাহিন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, আলফা ইয়োগা সোসাইটি সভাপতি নিজাম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আলী আকবর চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শাহিন আহম্মেদ , মনিরা সোহেব, আজিজুল হক, জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুজাউদৌলা সুজা, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট,
ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন।