
সাটুরিয়া পুনাইল ঈদগাহ্ মাঠের সাবেক তিন কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা হয়েছে।
৭ জুলাই ২০২২ইং রোজ বুধবার মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন ৪নং দড়গ্রাম পুনাইল ঈদগাহ্ মাঠ পরিচালনা কমিটির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে ৩,৯২,৮৯৮ তিন লাখ বিরানব্বই হাজার আট শত আটানব্বই টাকা অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের করেন।
বর্তমান পরিচালক কমিটি বুধবার ৭ জুলাই ২০২২ বিষয়টি দৈনিক আমাদের খবরক এর প্রতিবেদককে বিষয়টি নিরচিত করেছেন বাদী পক্ষে পুনাইল ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ হারুন আর রশিদ মন্ডল।
সি.আর.মামলা নং ৩৩০/ (সা)২০২২ইং।
119
Shares
শেয়ার করুন
শেয়ার করুন