
শিল্প প্রতিষ্ঠানে দ্রুত শ্রমিক অসন্তোষ ঠেকাতে দ্রুত দায়িত্ব পালন করার লক্ষে সাভারে এবার উদ্বোধন করা হলো ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ১ এর আওতাধীন পুলিশ ক্যাম্প ২। দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় বলেন,পুলিশ জনগণের বন্ধু পুলিশ সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে তিনি আরও বলেন,শিল্প পুলিশ থাকায় পোশাক কারখানাগুলোতে কোন নৈরাজ্য বা অসন্তোষ নেই বলেও বলেন তিনি।
এসময় শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান,শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সাখাওয়াত হোসেন,পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী মাসুদসহ বিভিন্ন পোশাক কারখানার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।