সাভারে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জ এর সিংগাইর পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়ার ভাওয়ালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়,ভাওয়ালিয়াপাড়া এলাকার ওই গৃহবধুর সাথে সম্প্রতি পরিচয় হয় সিংগাইর পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজের। পরে গতকাল বুধবার রাতে ওই গৃহবধুর ডাকে কাউন্সিলর মাহফুজ তার ভাড়া বাসায় আসেন।
এসময় কয়েকজন ব্যক্তি ঘরের দরজা আটকিয়ে লোকজনকে খবর দিলে পরে তারা ঘরে এসে কাউন্সিলর মাহফুজকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ওই গৃহবধুর স্বামী ও তার সতিন বিষয়টি সমাধানের চেষ্টা করলে ব্যর্থ হন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কাউন্সিলরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
এঘটনায় বুধবার রাতেই ওই গৃহবধু ওই কাউন্সিলরকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাউন্সিলরকে আদালতে প্রেরণ করে।
ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তানিম হোসেন।