
সাভারে গত তিন দিন ধরে এক গৃহবধু নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই গৃহবধুর নাম ইতি আক্তার (২৫)। এঘটনায় নিখোঁজ গৃহবধুর সন্ধ্যানে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ওই গৃহবধুর পরিবারের সদস্যরা জানায়,গত ১৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মাধবপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী ইতি আক্তার সাভারের হেমায়েতপুরের হারুরিয়া এলাকায় এক আত্মীয়র বাড়িতে বাড়িতে বেড়াতে আসেন। পরে ওই দিনেই গৃহবধু ইতি আক্তার হেমায়েতপুর থেকে একটি সিএনজি অটোরিকসায় উঠেন নিজ বাড়িতে যাওয়ার জন্য। এসময় তিনি সিএনজি অটোরিকসায় ওঠার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ও সেই দিন থেকেই তিনি নিখোঁজ হন।
এঘটনায় নিখোঁজ ওই গৃহবধুর পরিবারের সদস্যরা সাভার মডেল একটি সাধারণ ডায়রি করেন। এদিকে তিন দিনেও নিখোঁজ গৃহবধুকে উদ্ধার করতে না পারায় তার পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,নিখোঁজ গৃহবধুকে উদ্ধারে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।